বুধবার ১৪ জুন ২০২৩ - ১৭:৫৬
ফাসেক ব্যক্তির ওপর আশা রাখা যাবে না

হাওজা / হযরত ইমাম জাওয়াদ (আ.) একটি রেওয়ায়েতে ফাসেক ব্যক্তির ওপর আশা রাখার ফলাফলের দিকে ইঙ্গিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "মুসনাদ-এ- ইমাম জাওয়াদ" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম জাওয়াদ (আ.) বলেছেন:

مـَنْ أمِـلَ فـاجِـرا كانَ اَدْنى عُقُوبَتِهِ الْحِرْمانُ

যে ব্যক্তি কোন ফাসেক ব্যক্তির কাছ থেকে আশা করে, তার জন্য সর্বনিম্ন শাস্তি এই যে, সে তার ইচ্ছা (কখনো) অর্জন করতে পারবে না।

(মুসনাদ-এ-ইমাম জাওয়াদ, ২৪৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha